বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৯, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস ২০২৩ ইং পালন উপলক্ষে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে দিনাজপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,র‌্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করা হয়েছে।
শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দূর্জয় শ্লোগান নিয়ে বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে হুইপ ইকবাল রহিম এমপি,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ।এসময় উপস্থিত ছিলেন জে:আ:লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহ, রায়হান কবীর সোহাগ, সেলিম আকতার চৌধূরী,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল। র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হকের সভাপতিতে ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা । সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবি সোহাগ, কোতোয়ালী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, যুব ক্রীডা সম্পাদক শাহজাহান নভেল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ আহাদ আলী, সদস্য মানিক রঞ্জন বসাক, স্বেচ্ছাসেবক লীগের খায়রুল ইসলাম, মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম, ছাত্রলীগের রাজকুমার, মোঃ দেলোয়ার হোসেন দোলন, বীরগঞ্জ আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, মহিলা নেত্রী রোকসানা গোল্ডেন ও লাভলি আক্তার প্রমুখ।
দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের হলরুমে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: আবু জামান সরকার। তিনি তার বক্তব্যে বলেন, বেঁচে থাকলে শেখ রাসেল তার পিতার মত একজন আদর্শ মহান নেতা হতে পারতেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকেরা ওই শিশু রাসেলকে গুলি করে হত্যা করেছে। ফলে এদেশের মানুষ একজন যোগ্য নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে।
আলোচনা সভার পূর্বে এই দিবসটি উযাপন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ইনস্টিটিউট ক্যাম্পাসের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: আবু জামান সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহফুজ বাজ্জাজ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাহফুজুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আকবর হোসেনসহ প্রমুখ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
রাজবাটি আদর্শ মানব কল্যান সংঘ
বুধবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা রাজবাটি আদর্শ মানব কল্যান সংঘ’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদর্শ মানব কল্যান সংঘ’র সভাপতি মিহির কুমার ঘোষ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জয়ন্ত কুমার ঘোষ। এসময় আলোচনা করেন নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, দেব কুমার ভট্টাচার্য, মোছাঃ সেলিনা পারভিন, মোছাঃ আসমা খাতুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, ১৯৭৫ সালে কিছু বিপদগামী সেনা সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ছোট্ট শেখ রাসেল কে নৃশংসভাবে হত্যা করেছিলো। জাতি তাদের রুহের মাগফিরাত কামনা করছে। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আমরা পালন করছি।
জুবিলী উচ্চ বিদ্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে দিনাজপুরে জুবিলী উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে ২৫ পাউন্ডের কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী জুবিলী উচ্চ বিদ্যালয়। এরপর আয়োজিত আলোচনা সভায় স্কুল গভর্ণিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু। এর আগে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মিস্টার বুনু বিশ^াস।
আলোচনা সভায় স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বাবলু এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নির্মল রায়, বিশিষ্ট সমাজসেবক মিহির ঘোষ।
প্রসঙ্গত, জুবিলী উচ্চ বিদ্যালয় দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়ালিকা প্রকাশ, আইসিটি প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ কর্মসূচীর মাধ্যমে শহিদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস পালন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর সদর শাখা ও দিনাজপুর এরিয়া অফিসের উদ্দ্যোগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এরপরে দিবসটি পালন উপলক্ষে দোয়া মাহফিল ,আলোচনা সভাসহ নানা কর্মসূচিও পালন করেন তারা।
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ববিশ্বাস শ্লোগান নিয়ে ১৮ অক্টোবর বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ জাকেরুল ইসলাম।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী, আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছদের আলী, মো. আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ, প্রেজেন্টেশন, কবিতা আবৃতি, চিঁত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগী বিজয়ীদের ও শ্রেষ্ঠ শেখ রাসেল ল্যাবকে পুরষ্কার দেয়া হয়। পুরষ্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রীর পক্ষে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন অথিতিরা।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে অস্থাযী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।এর পরে উপজেলা প্রশাসনের একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ হোসেন ও থানার ওসি (তদন্ত) মো. মইনুল ইসলাম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ স্কুল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
গতকাল ১৮ অক্টোবর বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ, উপজেলা আইসিটি অফিসার মো. মাইদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও