মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও ফেয়ারডিলসহ একজন মাদককারবারিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।
রবিবার পৃথক দুটি অভিযানে সকালে দিনাজপুর সদরের কুতুইর এলাকা থেকে ১০বোতল বিদেশী মদসহ মাদককারবারি দুরুল হুদাকে এবং দুপুরে সদরের আইহাই এলাকা থেকে ১৫০বোতল ফেয়ারডিল আটক হয়েছে।
পলাতক মাদককারবারি আনোয়ার হোসেনসহ পৃথক দুটি অভিযানে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সদরের কমলপুর ইউনিয়নের কুতুইর এলাকায় অভিযান চালিয়ে এক মাদককারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে সোকেশের ভিতর থেকে লুকিয়ে রাখা ১০বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় আটক করা দুরুল হুদাকে। অপরদিকে রবিবার দুপুরে আরেক অভিযানে কমলপুর ইউনিয়নে আইহাই গ্রামে এক মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রাখা ১৫০বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফেয়ারডিল মাদক কারবারি।