বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রদিনিধিঃ।। দিনাজপুরের বীরগঞ্জে ৩ নং শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকার পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ৩ নং শতগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের গরীব ও অসহায় দিন মজুরা কর্মসংস্থান কর্মসূচীর আওতায় হিংসা মূলক ভাবে শ্রমিক তালিকা হতে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা জানান,বর্তমান২০২১-২০২২ অর্থ বছরের আওতায় ৩নং শতগ্রাম ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি মাইকিং যোগে প্রচার করলে আমরা আবেদন করি এবং শতগ্রাম ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল জলিল ও বর্তমান কমসূচীর সদার মোঃ মিজানুর রহমান আমাদের কাছে ১০০০ টাকা করে নেয় অথচ আমাদের কাজ দেয় নাই। আমরা উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত আবেদন দিয়েছি। এ ব্যাপারে সাংবাদিকরা মুঠোফোনে আব্দুল জলিল ও মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমরা কারো কাছে টাকা নেই নাই। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,যারা টাকা নিয়েছে আমি তাদের শাস্তির দাবি করি,টাকা নেওয়ার কোন মেনুয়াল নাই,এটি প্রধানমন্ত্রী শেখহাসিনার দেওয়া কর্মসংস্থান কর্মসূচি।