ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত
আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান
শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর নির্বাচনে আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম শাহ্।
শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ পাঠ করেন নির্বাচিত সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি মোঃ নাজমুল হক, সুনীল চক্রবর্তী ও ডাক্তার শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সিফাত-ই- জাহান শিউ, সহ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ ও রওনক আরা হক নিপা, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, নাট্য সম্পাদক শামীম রাজা, সংগীত সম্পাদক ফরহাদ আহম্মেদ, সাহিত্য সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা, চারুকলা সম্পাদক বিলকিস জান্নাত, প্রচার সম্পাদক শাহ্ মোঃ শাহরুখ শিশির, প্রশিক্ষন সম্পাদক রাকিব হাসান রানা, গ্রন্থাগার সম্পাদক সর্দার মোঃ শফিউল আলম বুলবুল, কার্যকারী সদস্য মানস কুমার ভট্টাচার্য, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, মোঃ ফজলুল করিম, লুৎফর রহমান ও সৈয়দ শফিকুর রহমান পিন্টু। শপথ ও দায়িত্ব হস্তান্তরের পর নব নির্বাচিত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ জানান, এবার নবরূপীর আনন্দ ভ্রমন উদযাপন হবে আগামী ২৭ ডিসেম্বর খুলনার সুন্দরবন ম্যাংক্রো ফরেস্টে। এই ভ্রমনে নবরূপীর সকল সদস্য ছাড়াও শুভাকাঙ্খীরাও অংশগ্রহন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ২০ নভেম্বর।