মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
১৭ জুলাই বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর বাজারে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারায় মেসার্স আমেনা ট্রেডার্স এর মালিক কে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ২০ হাজার ও লাইসেন্স বিহীন ভাবে খুচরা সার বিক্রয়ের অপরাধে বিপ্লব রানা নামে অন্য এক ব্যবসায়ীকে ২হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২ ধারায় এই দুই সার ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। উপজেলার সার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের কোন অনিয়ম পাওয়া গেলে বা কৃষকদের কাছে অধিকমূল্যে সার বিক্রয়ের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।