মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের সেতাবগঞ্জে বৃহস্পতিবার মোটরসাইকেল শোভাযাত্রার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম বোচাগঞ্জ উপজেলা শাখা । বিকাল সাড়ে ৫টায়
সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামিল মাদ্রাসায় এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে, সমাবেশ সফল করার লক্ষ্যে নানা রকম স্লোগান দেয় নেতাকর্মীরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
নেতারা বলেন, “এই সমাবেশের মাধ্যমে ৭দফা দাবিতে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য জাগ্রত করা হবে এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।”