বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক নতুন ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর অধীনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে বড় শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলার অতিরিক্ত শ্রেণী কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, বড় শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ, ঠিকাদার কামরুল হাসান সহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।