পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম আলী। গতকাল শনিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স’র ড্রিল সেডে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এ সময় পঞ্চগড় জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আনোয়ার সাদাত স¤্রাট, সদস্য সচিব হাসনুর রশীদ বাবুসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।