মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেও জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে পারেননি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৭, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেও জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে পারেননি। ১৫ই আগস্ট জাতির জনককে হত্যা, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যা এবং ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করা ছিল পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের জিয়ার একটি নীল নকশা। জিয়া ক্ষমতা দখল করেই একাত্তরের পরাজিত ঘৃণিত শক্তিদের পুনর্বাসনের জন্য তাদের সাথে সঙ্গতি জ্ঞাপন করেন। একাত্তরে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই সকল জাতি এবং আন্তর্জাতিক শক্তি আজও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্টের ঘৃণ্য চক্রান্তে লিপ্ত। ৭ই নভেম্বর জিয়ার সাথে সঙ্গতি জ্ঞাপন করে যারা মুক্তিযোদ্ধাদের হত্যায় লিপ্ত হয়েছিল, আজকে তাদের আনুষ্ঠানিক বিচার সম্পন্ন করা জনতা দাবি।
মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সন্ধায় কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উ উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জাকির হোসেন।
আলোচন সভাটির পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত