পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ,কেক কাটা ,দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যাল লিচু তলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লিচুতলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব , উপজেলা যুবলীগের সহ সভাপতি মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন প্রমুখ।