ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় আলমগীর হোসেন (৪৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি দিনাজপুরের পাবর্তীপুরের উপজেলার মধ্যপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ও সিপি বাংলাদেশ লিমিটেড এর কলাবাড়ী মুরগী ফার্মের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সিংড়া-কলাবাড়ী গো-হাটি মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হিন্দু ধর্মালম্বী তীর্থ যাত্রীদের ভাড়া করা একটি বাস দিনাজপুর কান্তজির মন্দির পরিদর্শন শেষে বগুড়া ফেরার সময় ওই স্থানে পৌঁছিলে বাসটি সামনের চাকার টায়ারের বিষ্ফোরনের ফলে নিয়ন্ত্রণ হারায়। সে সময় উপজেলার কলাবাড়ী থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আলমগীর। এ সময় নিয়ন্ত্রণহীন বাসটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক আলমগীর বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে বাজারে ডিউটিরত পুলিশ ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পরেই বাসচালক ও চালকের সহকারী বাস রেখে পালিয়ে যায়।