বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আই,আর,আই এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আই,আর,আই)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ-আল-সাঈদের প্রজেক্ট “Journey to Equal Rights” এর অংশ হিসেবে সোমবার বিকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বারডেম মেডিকেল কলেজের শির্ক্ষাথী আল ইমরান হোসেনের সঞ্চালনায় প্রীতি ফুটবল ম্যাচটির শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট, বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য জননেতা আবু হুসাইন বিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রঘুনাথপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান খান। এসময় অত্র ইউনিয়নের ইউপি সদস্য নূরনবী ইসলাম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সফল করতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সিফাত ইসলাম সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম আহমেদ বনি নিরলস কাজ করেছেন।
খেলায় নিজপাড়া একাদশ বনাম পাল্টাপুর একাদশ এর মধ্যে ম্যাচটিতে ৩২ মিনিটে মাথা পাল্টাপুর একাদশ একটি গোল হজম করে। পরে নির্ধারিত সময়ে আর গোল না হওয়াও নিজপাড়া একাদশ ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচশেষে বিজয়ী ও বিজিত উভয় দলকেই পুরস্কার প্রদান করা হয়।