প্রিয়াংকা বিশ্বাস মুগ্ধতায় আবিষ্ট করার মতো কণ্ঠের অধিকারী। তাঁর অসাধারণ গায়কী দর্শকদের সবসময় মুগ্ধ করে। প্রতিটি গানে তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ব্যতিক্রমতা ধরে রেখেছেন। উর্বশী গানের সিঁড়িতে তিনি সম্প্রতি কাস্মিরী আদলে একটি গান গেয়েছেন। শ্রীমঙ্গলের বুলবুল আনাম-এর একটি অসাধারণ গীতিকবিতা যথাযথ সুরে হয়ে উঠেছে দারুণ ছন্দময়। ‘বংশীওলা বংশী বাজাও’ শিরোনামের এই গানটি ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মুক্তি পাবে।
প্রিয়াংকা বিশ্বাস ২০১২ সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। এর আগে ২০১০ সালে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রিয়াংকা। শৈশবে গানের তালিম নিয়েছিলেন বাবা পঙ্কজ বিশ্বাসের কাছে। স্কুলের বারান্দায় পা দেবার আগেই গানে হাতে খড়ি হয় প্রিয়াংকা বিশ্বাসের। একে একে অসংখ্য মৌলিক ও কাভার গান জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অন্যত ‘যাবে না ছেড়ে’ ‘মেঘের পরে বৃষ্টি, পথে হলো দেরি, শুধু ভালোবাসা, হারিয়ে যেতে যেতে ইত্যাদি।
উর্বশী গানের সিঁড়ির প্রথম সিজনে প্রিয়াংকা বিশ্বাস ‘মহুল বনে’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি ব্যাপক দর্শকনন্দিত হয়েছিল। পাহাড়ি ঢঙের গানে তিনি অনবদ্য পারদর্শিতা প্রদর্শন করেছিলেন। এবারের গানটিও তিনি পছন্দ করেছেন। ভীষণ ভালো লাগা থেকে গানটি গেয়েছেন। তিনি আশা করেছেন, গানটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করবে।