হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র তত্ত¡াবধানে ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে ২০২৩-২৪ অর্থবছরে মাস্টার্সে (থিসিস সেমিস্টার) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। শেষ দিনে বিজনেস স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ ও সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মোঃ মামুনার রশিদ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, যে তিনটি বিষয়ের উপর ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো, এর প্রতিটি বিষয়ই থিসিস সেমিস্টারের একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। তিনি বলেন, গবেষণা কাজে ডিজাইন এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপ‚র্ণ। এগুলোতে ভুল হলে গবেষণা ফলাফলও ভুল আসবে। থিসিস রাইটিং ও সাইন্টিফিক রাইটিং পেপার রাইটিং কিছুটা একই, শুধুমাত্র লিখার প্যাটার্ন এ কিছুটা পার্থক্য রয়েছে। কর্মশালাতে এসব বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে এবং এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাদের জন্য কর্মশালার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গবেষণাকে যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকেন। এর উপর গুরুত্ব দিয়ে তিনি গবেষণা তহবিল কয়েকগুণ বৃদ্ধি করেছেন। একটি গবেষণায় দেখা গেছে যে, গবেষণা ক্ষেত্রে যদি এক টাকা বিনিয়োগ করা হয় তাহলে সেখান থেকে রিটার্ন আসে ৩৮ টাকা। এক্ষেত্রে গবেষণা হতে হবে মানসম্পন্ন। তিনি আশা প্রকাশ করে বলেন, গবেষণা ক্ষেত্রে উন্নতি সাধনে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অবশ্যই সহায়ক হবে। এজন্য আমি আইআরটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।