“দুনিয়ার মজদুর এক হও- শ্রমিক ঐক্য জিন্দাবাদ” -এই শ্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন (গভ: রেজি: নং- ২৬১০/০৯) আনবিক হাসপাতাল সংলগ্ন জোড়াব্রিজ প্রধান শাখার অর্ন্তগত কলেজ মোড় শাখার আওতায় ১১ সদস্য বিশিষ্ট ২নং সুন্দরবন ইউনিয়নের টেক্সটাইল বাজার উপ-কমিটি গঠন করা হয়েছে।
মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড ইউপি’র মোঃ আনারুল হক, ৪নং ওয়ার্ড ইউপি’র সদস্য মোঃ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মোঃ রিপন, মোহাম্মদ হাবলু, মোঃ শফিকুল মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের সহ সভাপতি আব্দুর রহমান ও নির্বাহী সদস্য মোঃ মহসিন আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান শাখার দপ্তর সম্পাদক মোঃ জুয়েল। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয় তারা হলেন: সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হোসেন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, দপ্তর সম্পাদক রিপন আহম্মেদ, সড়ক সম্পাদক শ্রী জিতেন্দ্র নাথ রায়, প্রচার সম্পাদক আইয়ুব আলী ও কার্যকরী পরিষদের সদস্য আমিনুল হক ও মোঃ আফজাল হোসেন।