বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কোদালের আঘাতে স্কুল শিক্ষক হাসপাতালে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

হাকিমপুর সংবাদদাতা \ সরিষার ক্ষেতের উপর দিয়ে পাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রতিপক্ষ জাকির হোসেনের কোদালের আঘাতে রক্তাক্ত হয়ে জহুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক হাসপাতালে।
সোমবার বিকেলে উপজেলার বিশাপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আহত শিক্ষকের বড় ভাই এমদাদুল হক জানান, আমার ছোট ভাই বিশাপাড়া আদর্শ হাই স্কুলের সহকারী শিক্ষক। সে সোমবার বিকেলে তার সরিষা ক্ষেতে ইউরিয়া সার দিচ্ছিলেন। এ সময় বিশাপাড়া গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন আমার ভাই এর সরিষার ক্ষেতের উপর দিয়ে পাওয়ার টিলার নিয়ে যাচ্ছিলেন। এরপর আমার ভাই সরিষার ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাঁধা দিলে জাকির হোসেন তার হাতে থাকা কোদাল দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়। কোদালের আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় আমার ভাই। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মঙ্গলবার সকালে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, মাথার দুই স্থানে প্রচন্ড আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এখন অনেকটাই আশঙ্কা মুক্ত।
উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের বিশাপাড়া গ্রামে প্রতিপক্ষ জাকির হোসেনের কোদালের আঘাতে একজন শিক্ষক আহত হয়েছেন। আমি হাসপাতালে দেখতে এসেছি। আমি বিষয়টি নিয়ে মর্মাহত, এটা মোটেই ঠিক করেনি। আমি চাই পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।
এ বিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, এবিষয় অভিযোগ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

খানসামায় সারের দোকানে অভিযান, ৩ দোকানদারকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংক’র ৯৯তম শাখা উদ্বোধন

বার আউলিয়া মাজার জিয়ারত করে নির্বাচনের মাঠে পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী মুক্তা

বীরগঞ্জে জাতীয়তাবাদী তারেক পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

ঠাকুরগাঁওয়ে ফুচকা বিক্রেতা এখন চিত্র শিল্পী — আজিজ