বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় তঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়াজন বিজিবি দিবস উদযাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

তঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়র তঁতুলিয়া বাংলাবান্ধায় উৎসবমুখ আয়াজন উদযাপিত হয়ছ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদশ) দিবস। বুধবার বিকল বিজিবির ১৮ ব্যাটালিয়নর আয়াজন বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়ট দিবসটি পালন করা হয়।

এত প্রধান অতিথি হিসব উপ¯িত থক পায়রা ও বলুন উড়িয় দিবসটির উদ্বাধন করন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক ল.কর্ণল মা. যুবায়দ হাসান। এ সময় ভারতর পক্ষ অতিথি হিসব উপ¯িত ছিলন শিলিগুড়ির ১৭৬ ব্যাটালিয়নর কমান্ড্যাট শ্রী এসএস সিরাহী। এছাড়াও দু’দশর বিজিবি-বিএসএফর বিভিন পর্যায়র কর্মকর্তা, সাংবাদিক, ¯ানীয় দর্শনার্থীসহ পর্যটক।

বিজিবি-বিএসএফ প্যারড কটিনজট চমকপ্রদ ও মনামুগ্ধকর প্যারড প্রদর্শন, জাতীয় পতাকা নামানা, মিষ্টি ও উপহার সামগ্রী বিনিময় করা হয় উভয় দশর বিজিবি-বিএসএফ কর্মকর্তাদর হাত।

ল.কর্ণল যুবায়দ হাসান প্রধান অতিথির বক্তব্য বলন, ২২৮ বছরর গরবময় দিন আজ। বিজিবি দিবস। এ দিবস উপলক্ষ পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সার্বিক ব্যব¯াপনায় বাংলাবান্ধা আইসিপি এবং ১৭৬ ব্যাটালিয়ন ফুলবাড়ী আইসিপির মধ্য দিবসটিক স্মরণীয় কর রাখার জন্য বিজিবি-বিএসএফর যথ আয়াজন করা হয়। এ অনুষ্ঠান যারা এসছন তাদরক বিশষ ধন্যবাদ জানাছি।

দু’দশর ভ্রাতত্বর সতু বন্ধনর অংশ হিসব বিজিবি-বিএসএফ প্যারড কটিনজট চমকপ্রদ ও মনামুগ্ধকর প্যারড প্রদর্শন করায় উভয় দশর প্যারড দলর সবাইক আÍরিক অভিনদন জানাছি।

কর্ণল যুবায়দ হাসান বলন, এই বাহিনী সর্বপ্রথম ১৭৯৫ সাল ৪৪৮ সদস্য নিয় রামগর লাকাল ব্যাটালিয়ন নাম যাত্রা শুরু কর। কালর বিবর্বতন এই বাহিনী ফ্রটিয়ার্স গার্ড, বঙ্গল মিলিটারি পুলিশ, ইস্টার্ন ফ্রটিয়ার রাইফলস, ইস্ট পাকিস্তান রাইফলস এবং বাংলাদশ রাইফলস নাম পরিবর্তিত হয় আজ বর্ডার গার্ড বাংলাদশ নাম অভিহিত হয়ছ। ২২৮ বছরর ইতিহাস ও গরব ঐতিহ্যর অংশীদার বর্ডার গার্ড বাংলাদশ সীমাÍর অত্যদ্র প্রহরী ৪ হাজার ৪২৭ কিলামিটার সীমাÍ সুরক্ষার মহান দায়িত্ব অত্যÍ দঢ়তা ও সফলতার সাথ পালন কর আসছ।

এই বাহিনী সীমাÍ রক্ষা, মাদক, নারী ও শিশু পাচার এবং চারাচালান অন্যান্য সীমাÍ অপরাধ দমন দঢ় ভমিকা রখ চলছ। মহান মুক্তিযুদ্ধ সর্বমাট ১১৯ জন খতাব প্রাপ্ত হন, তার মধ্য ২জন বীর শ্র, ৮জন বীর উত্তম, ৩২ বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক খতাব অর্জন কর বর্ডার গার্ড বাংলাদশর ঐতিহ্যক করছন সমদ্ধ ও গরবময়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

হরিপুর বিএনপি’র সম্মেলন-করিমুল সভাপতি, তাহের সাঃ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা !

টিকার নিবন্ধন করেও যারা মেসেজ পাচ্ছেন না, তাদের কী হবে?

দিনাজপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা

রাণীশংকৈলে দিন ব্যাপী চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে লটকন চাষে সফল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

বীরগঞ্জে হরিবাসর কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র মোশারফ হোসেন বাবুল এর মতবিনিময় সভা

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী