ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রাথী অবসর প্রাপ্ত সৈনিক ও সাংবাদিক মো. ইফতেখার আহমেদ বাবু গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ওসমানপুর বাজারে তিনি এই মতবিনিময় সভা করেন।এসময় ঘোড়াঘাট উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মো. ইফতেখার আহমেদ বাবু ২০১৯ সালে বই প্রতীকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তিনি উপজেলার খোদাদাদপুর কলোনী গ্রামের মৃত সাহাব উদ্দিন খানের ছেলে। ২০১৭ সাল থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।