পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার দ্বারিকামারী-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী প্রধান, সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ, সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অসীম কুমার দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।