শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৬, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ

বিরল প্রতিনিধি \ দিনাজপুরের বিরলের এক স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার ঘটনায় পলাতক বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার সন্ধায় আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিরল উপজেলার ধামইড় ইউপির মঙ্গলপুর এলাকা থেকে শরিফুল ইসলাম (৩৫)কে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম তার দুইশিশুকে হত্যার কথা স্বীকার করেছেন।
এর আগে শুক্রবার সকালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে বস্তাবন্দী দুইশিশুর মরদেহ উদ্ধারের পর থেকেই নিখোঁজ ছিলেন শরিফুল। ধারণা করা হয় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাÐ হয়েছে।
আটক বাবা শরিফুল ইসলাম (৩৫) বিরল পৌরসভার শংকরপুর গ্রামের ঘোড়াপীর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশু দু’জনের বাবা শরিফুল ইসলাম (৩৫) বিরল উপজেলার শগরগ্রাম ইউপির নাড়াবাড়ী এলাকায় উম্মে কুলসুম নামের এক মেয়েকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। তাদের দাম্পত্ত জীবনে তাদের দুইটি সন্তান আসে। বড় ছেলে ইমন (৭) ছোট ছেলে ইমরান (৩)। প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া বিবাদ হলে শরিফুলের স্ত্রী বাবার বাড়ী নাড়াবাড়িতে চলে যেত এবং আবার কিছুদিন পরে স্বামীর বাড়ি চলে আসতো। এভাবেই চলতে থাকে তাদের সংসার। শরিফুল ইসলাম ফেরি করে আইসক্রিম বিক্রি এবং অফ মৌসুমে কৃষি কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। প্রায় ৩ মাস আগে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী উম্মে কুলসুম স্বামী সন্তান ফেলে বাবার বাড়ী চলে যায় এবং কিছুদিন পরে তার বড় বোনের সূত্রধরে গাজীপুরের সফিপুরে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ নেয়। গত ২০ থেকে ২৫ দিন আগে শরিফুল তাঁর স্ত্রীকে আনতে গিয়ে ফেরত আসে।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ওই দুই শিশুর হত্যার অভিযোগে তার বাবা শরিফুলকে আটক করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারন একটি বিষের বোতল পাওয়া গেছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম তার দুই সন্তানকে কাপড় কিনে দেয়ার জন্য বাড়ী থেকে সন্তানদের নিয়ে যায়। পরে বাড়ী ফিরে না এলে অনেক খোজাখুজির পরেও তাদের পাওয়া যায়নি। শিশু ২জন বিরল পৌরসভার শংকরপুর ঘোড়াপীর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিমন (৭) ও ইমরান (৩)। ইমন বাড়ীর পাশে হযরত আলী (রাঃ) দারুল উলুম হিফজুল কুরআন মাদরাসায় পড়া লেখা করত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার নকল ভারতীয় ধানের বীজ উদ্ধার

জাহাজ ডুবে ১৬ হাজার ভেড়ার প্রাণহানি

সাপাহারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

হরিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা

চিরিরবন্দরে প্রকৌশলী চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল নাঈম

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড