শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর, ঢাকা এবং কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি যৌন হয়রানী ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে ।
বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) বেলা ৩ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার’র সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সহ-সভাপতি মাহাবুবা খাতুন, অর্চনা অধিকারী, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সম্মানীয় সদস্য কানিজ রহমান, সুমিত্রা বেসরা, জেসমিন আরা, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক সুকলা কুন্ডু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য মিনতি এক্কা, রেহানা বেগম, তামজিদা পারভীন সীমা প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে সা¤প্রতিক সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও যৌণ হয়রানীর ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে এমন আরও ঘটনা ঘটেছে। ধর্ষণ ও যৌণ হয়রানী ঘটনায় কোনো রকম তদন্ত বা সুরাহা কর্তৃপক্ষ করেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা না থাকায় এই সুযোগে উচ্ছৃঙ্খল কতিপয় ছাত্র এই ধরণের অমানবিক ঘটনা ঘটাতে সক্ষম হচ্ছে। তা আমাদের শঙ্কিত করে তুলেছে। আজকের যে ছাত্র সে আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবে। সেই শিক্ষার্থীদের যদি এই নৈতিক অধঃপতন হয়, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরম উদ্বিগ্ন।
আমরা বলতে চাই যে বাংলাদেশে এ হীনকর্ম জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা সরকারের কাছে এই জঘন্য অপরাধগুলোর দ্রæত তদন্ত ও বিচার চাই। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পূর্ণ নিরাপত্তা বিধান করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা ও শক্ত অবস্থান নেওয়ার আহŸান জানাই। আমরা আশা করি কোথাও আর কোনো নারীকে ধর্ষণ ও যৌণ হয়রানী করা হবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বরাহ অবতার মূর্তি উদ্ধার

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

আমের বাম্পার ফলন তবুও চিন্তিত বাগানিরা

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির গঠন