বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মাদকাসক্ত যুবসমাজকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে দিনাজপুরের বীরগঞ্জ মাদক সহ তিন জনকে আটক করে আদালত সোর্পদ করা হয়েছে।
বীরগঞ্জ পৌরশহরের গোলাপগঞ্জ রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করে ডিবি পুলিশ।
১০ এপ্রিল শুক্রবার উপজেলার পৌরসভার গোলাপগঞ্জ মোড় থেকে রাতে এক মহিলাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত রাসেলের ছেলে মো: রাশেদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী মোছাঃ রুপালী আক্তার
(পান্না)। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলার ভিত্তিতে শনিবার সকলে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। অন্যদিকে উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ২৫ মাইল এলাকায় ১৫ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেনের ছেলে মোঃ ফুলমিয়া( ৩৫) আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ফুলমিয়া কে ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।