শনিবার , ২ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাই নদীর জেগে ওঠা চরে খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আত্রাই নদীর বুকে জেগে উঠা চরে শুধুই বালু আর বালুর মাঝে এ পলির আশাতীত পলি স্তরের কারণে দিনাজপুরের খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণীরা। এসব চরে বিভিন্ন ফসলের আবাদ অনায়াসে হচ্ছে। চরের এই চাষাবাদ শস্য প্রধান এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ্য করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দপুর, বেলপুকুর ও কায়েমপুর এলাকার চর ঘুরে দেখা যায়, নদীর বুকে জেগে ওঠা চর পলিমাটি মিশ্রিত উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে। সেখানে চাষাবাদে কর্মব্যস্ত সময় পার করছেন চাষীরা। এসব চরে চাষ হচ্ছে ধান, পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, মিষ্টি কুমড়াসহ নানা ধরনের শাকসবজি।
জানা যায়, নদীতে চর জেগে ওঠার পর ঐ এলাকার কৃষকদের নিজেদের মধ্যে সমন্বয় করে চরে চাষাবাদ করে। স¤প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার কৃষকদের সাথে সীমনা নিয়ে জটিলতা সৃষ্টি হলে পরে সেটি সমাধান করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন ও ওসি মোজাহারুল ইসলাম।
খানসামা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাই নদীর চরে আলোকঝাড়ী, বাসুলী, গোবিন্দপুর, বেলপুকুর, কায়েমপুর, জোয়ার, শুড়িগাও, আগ্রা ও চাকিনিয়া এলাকায় মোট ৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। এরমধ্যে বোরো ধান ৪৫ হেক্টর, পেঁয়াজ ৩ হেক্টর, মিষ্টি কুমড়া ১ হেক্টর ভূট্টা ৪ হেক্টর ও সরিষা ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। কৃষি বিভাগের উৎসাহে গত মৌসুমের চেয়ে চাষাবাদ বৃদ্ধি হয়েছে।
উপজেলার গোবিন্দপুর চরের চাষি ভ্যানচালক ছমির উদ্দিন বলেন, নিজের কোন আবাদি জমি নেই। নদীতে চর পড়ায় ফসলের আবাদ শুরু করেছি। ধানের পাশাপাশি পিঁয়াজ ও বিভিন্ন প্রকার শাক-সবজি চাষ করেছেন। এসব চাষ করে বাড়তি আয় হবে যেটি সংসারে কাজে লাগবে বলে তিনি জানান চরের আশপাশের সব কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন।
এনামুল ইসলাম নামে আরেক চাষী বলেন, চরে প্রায় বিঘা খানেক জমিতে ধান চাষ করেছি। অন্য আবাদি জমির চেয়ে চরের ধান চাষে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। সেই সাথে ভালো ফলনও পাওয়া যায়।
খামারপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ.ম. জাহেদুল ইসলাম বলেন, চরে ধান ও পেঁয়াজ আবাদ অনেক ভালো হয়। সেই সাথে চরে চাষাবাদ উপযোগী ফসলের ফলন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা ও পরামর্শ প্রদানে আমরা কাজ করছি।
ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার বলেন, অন্য আবাদি জমির সাথে চরে চাষাবাদে যেমন কৃষকরা লাভবান হচ্ছে তেমন খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতা ও সফলতা বজায় রাখতে উপজেলা কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ছোট শিশু অহেদাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশ

বোদায় সাংস্কৃতিক পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ঢাবিতে ২ ইউনিটে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চত দিনমজুরের ছেলে মুক্তারের

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন সরকারী নীতিমালা বাস্তবায়ন ও বাহিরের হার্ভেস্টার যন্ত্র দিনাজপুরে প্রবেশ বন্ধ করতে হবে

বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

বীরগঞ্জে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের উদ্বোধন