শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে সৌখিনতা থেকে দুম্বার খামার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরে বোচাগঞ্জে সৌখিনতা থেকে মরুভুমীর প্রাণী দুম্বার খামার গড়ে তুলেছেন বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী ও দুম্বা খামারের মালিক আলহাজ¦ আব্দুল হান্নান। তিনি বলেন, মূলত সৌখিনতা থেকেই এই দুম্বার খামার গড়ে তোলা হয়েছে। তবে এটিকে বাণিজ্যিক ভাবে না নিলেও প্রতি বছর কোরবানীর সময় কেউ দুম্বা কোরবানী দিতে চাইলে তিনি দুম্বা বিক্রি করেন।
গত কয়েক বছর পুর্বে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনে আলহাজ¦ আব্দুল হান্নান পরম যতেœ লালন পালন করেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিক ভাবে পরিচর্চা করলে যে কোন দেশে যে কোন জায়গায় খামার করে স্বাবলম্বি হওয়া সম্ভব। বোচাগঞ্জ উপজেলার আলহাজ¦ আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাসপাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা ইন্ড্রাষ্ট্রিজের তত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারটি এক নজর দেখার জন্য প্রতিদিনই দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা ভীর করছেন।
দুম্বার খামারে নিয়োজিত কেয়ারটেকাররা জানায়, তারা প্রতিদিন দুম্বাকে নেপিয়ার ঘাস, ভুসি, ডাল, ছোলা খাবারের জন্য দেন। স্বভাবে এরা খুবই শান্ত প্রকৃতির এজন্য তত্বাবধান করতে তেমন কোন বেগ পেতে হয়না। মরুভুমির প্রাণী হলেও এই প্রকৃতিতে তারা বেশ স্বাচ্ছন্দে বেড়ে উঠছে।
বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যে কোন পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিক ভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমি খামার হিসেবে নজর কেড়েছে।
দুম্বা খামারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তিনি শখের বশতঃ দুম্বা গুলো লালন পালন করেছেন। পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেছেন। ইচ্ছে করলেই যে কেউ আমার খামারের দুম্বা কোরবানীর জন্য ক্রয় করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন এক একটি দুম্বা প্রায় লক্ষাধীক টাকায় বিক্রি হতে পারে । গত বছরও এই খামার থেকে দুম্বা কোরবানীর জন্য বিক্রয় করা হয়েছিল। তবে দুম্বার খামারটিকে তিনি বাণিজ্যিক ভাবে না নিলেও সৌখিনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করলেন নব গঠিত হরিপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

বৈকালী’র ৪২তম দুর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট মঞ্চস্থ

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারপিট’। থানায় অভিযোগ

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে চিনিকলের এমডিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ কর্তৃক বাঁশ কর্তন