দিনাজপুরের বিরল উপজেলার বিরল প্রেস -ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিরল প্রেস -ক্লাবের আজীবন সদস্যগণ ও সকল সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে সরাসরি আলোচনা সাপেক্ষে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি হলেন- সাংবাদিক এম.এ কুদ্দুস সরকার ( দৈনিক করতোয়া), সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান ( বিরল সংবাদ), কোষাধক্ষ্য নুরে আলম সিদ্দিকী ( আজকের দেশ বার্তা), মোজাম্মেল হক শামু (নির্বাহী সদস্য), সুবল রায় (নির্বাহী সদস্য) এবং সাংবাদিক তাজুল ইসলাম ও আতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে বিরল প্রেসক্লাবের নতুন ভবনে সাধারণ সভায় পূর্বের কমিটির বার্ষিক আয়-ব্যয়, বিবিধ আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
২য় পর্বে নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন- বিরল প্রেস -ক্লাবের আজীবন সদস্য বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল লতিফ এবং আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাজু।