দিনাজপুর শহরের রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ১২তম তাফসিরুল কুরআন মাহফিলের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ-২০২৪) মাহফিলের সমাপনী দিনে তাফসির পেশ করেন কুরআন রিসার্স পরিষদ, ঢাকা’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা গোলাম আযম ও দিনাজপুর জেলার চিরিরবন্দরের বাসিন্দা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আমিনুল ইসলাম।
রাজবাটী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মমতাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু।
এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন তাফসির পেশ করেন ঢাকা’র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মুনাওয়ার,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন রংপুর বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন দিনাজপুর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ এরশাদুল হক (কুড়িগ্রাম)। এবং মাহফিলের প্রথম দিন তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কুরআন নওগাঁ থানা জামে মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন দিনাজপুর জেলা সদস্য মাওলানা বখতিয়ার আলী সিহাব।
তাফসিরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজবাটি ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকার।
মাহফিলে রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সদস্য মোঃ আমির আলী, মোঃ মজিবর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।