শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে রোজা শুরুতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসেপত্রের দাম চড়া \ নেই কোন তদারকি, হতাশ ক্রেতারা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৫, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর বাজারে রোজার শুরুতেই নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের পাশাপাশি ইফতার সামগ্রীর মূল্যর দাম বেশ চড়া। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বাজারের ফর্দিতে মেলাতে পারছেনা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা।
রজমানের শুরুতেই গত ১২ ও ১৩ মার্চ মঙ্গলবার ও বুধবার উপজেলার সেতাবগঞ্জ পৌর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজী গরুর মাংস ৮০০ শত টাকা, খাসির মাংস ৯৫০টাকা, দেশি মুরগী ৬শত টাকা, পাকিস্তানি মুরগি ৩৫০ টাকা, বয়লার ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা রমজানের পূর্বেই দাম ছিল অনেকটাই কম।
অপরদিকে মাছের বাজারও রয়েছে চড়া প্রতি কেজি মাছের দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত। এমনি ভাবে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৭০ টাকা, দেশী আলূ ৫০ টাকা, শসা ১০০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৮০ টাকা, ভেন্ডি ৮০ টাকা, লেবু হালি প্রতি ৭০ টাকা। এছাড়াও মসলা, ছোলা, বেশন, চিনির দাম বেড়েছে। ইফতারির বাজারেও পাল্লা দিয়ে দাম বেড়েছে। বিশেষ করে খেজুরের দাম ১২ শত টাকা থেকে ৪শত টাকা পর্যন্ত প্রতিকেজি। আগে যেমন ৩জনের পরিবারের ১শত টাকা ইফতার দিয়ে চলতো এখন সেখানে ২শত টাকা লাগছে। রমাজান মাস আসলে এখানকার সুযোগ সন্ধানি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় তাদের ইচ্ছে মত। এই মূল্য বৃদ্ধিতে সংসার পরিজন নিয়ে দুঃশিন্তায় কাটছে দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ। এই তালিকায় মধ্য বিত্তরাও বাদ যায়নি। তাদেরও হিসাব করে চলতে হচ্ছে।
বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত নেই কোন নজরদাড়ী। বছরে দুই এক দিন দৌড়ঝাপ করেই শেষ করছে তাদের দায়িত্ববোধ। সরকার যেখানে বাজার নিয়ন্ত্রনের আপ্রান চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রিতে ভুর্তিকি দিচ্ছে সেখানে স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাগন বাজার নিয়ন্ত্রনে কোন ভুমিকা রাখছেনা। বাজারের বিক্রেতারা নিজেদের খেয়াল খুশিমত বাড়িয়ে দিচ্ছে নিত্য প্রয়োজনীয দব্রোর দাম।
উপজেলা পর্যায়ে পৌরসভা, উপজলো নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) প্রতিনিয়তি বাজার মনিটরিং করলে হয়তো বা টেনে ধরা সম্ভব হবে দ্রব্যের মূল্যের লাগাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হরিপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে মাঁচায় ঝুলছে রাশিয়ান আঙ্গুর

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

বালিয়াডাঙ্গীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

দিনাজপুরের গাবুড়া’য় জমজমাট গ্রীস্মকালীন টমেটো’র বাজার

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা