“আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” -এই শ্লোগানকে সামনে রেখে ৩ সেপ্টেম্বর রোববার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ফুলতলা বাজার সংলগ্ন ৫নং শশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করলেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।
“আমি পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে” নামক বিশ^ প্রচারাভিযানের অংশ হিসেবে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন কার্যক্রম গ্রহনের অংশ হিসেবে ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আলী মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, দিনাজপুর ক্যাথেলিক ধর্মপ্রদেশ বিশত সেবাস্টিয়ান টুডু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি, যুব ও শিশু ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বাল্যবিবাহ মুক্ত গ্রামকে রক্ষা করার জন্য শপথ গ্রহন করে অঙ্গিকার ব্যক্ত করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিচার্ড তাপস দাস। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, পলাশ ক্রুশ, দিনো দাস।