বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে ——হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৭, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের প্রচার, প্রসার এবং গবেষনা জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্ব ইজতেমা শান্তিপুর্ণভাবে পালন করার জন্য বঙ্গবন্ধু সর্বপ্রথম স্থায়ী বন্দোবস্ত হিসেবে তুরাগ নদের তীরবর্তী জায়গাটি প্রদান করেন। কাকরাইল মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর আরো অনেক যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলাম ধর্মকে শান্তির ধর্মতে পরিনত করেছে। ইসলাম শান্তির ধর্ম। তিনি এটা মেনেই শান্তির জন্য মসজিদ, মাদ্রাসা নির্মান করেছেন। বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। শেখ হাসিনা ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম স¤প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ শেখ হাসিনার।
হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন, ধর্মীয় উগ্রবাদের জঙ্গিপনা নির্মূলের সাফল্যও শেখ হাসিনা সরকারের। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদ যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার কোনো বিধান ইসলামে নেই। কিন্তু বিএনপি-জামায়াত ধর্র্মকে পুজি করে ক্ষমতার লোভে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।
ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে উল্লেখ করে হুইপ আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে। প্রতিটি ধর্মীয় উৎসবে মানুষেরা যার যার ধর্ম আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে।
২৭ মার্চ বুধবার দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর ৩য় তলার ছাদ ঢালাই এর উদ্বোধন ও ৫নং শশরা ইউনিয়নের উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদ-এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী, শেখ মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা, মোস্তফাকা কামাল, দিনাজপুর চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ছাড়াও শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর গভর্নিং বডির সভাপতি আনরুল কাদির জুয়েল, উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদ-এর উপদেষ্টা আহাম্মেদ রাজিউর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মোঃ রেজাউল ইসলাম।
এছাড়াও শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং ও উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদ-এর কমিট্রি অন্যান্য নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খোরশেদ আহ্বায়ক, রুহুল সদস্য সচিব পীরগঞ্জে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ফুটবল খেলায় রনগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন

বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আদায়

দিনাজপুরে আইইবি’র পারিবারিক মিলন মেলা

আটোয়ারীতে সুশীল সমাজের উদ্যােগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

হরিপুর উপজেলা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল