প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্য নিয়ে ২৮ মার্চ বৃহস্পতিবার সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সাধারন সভায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সভাপতি মো. আমিনুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও জেলা শাখার সাবেক সভাপতি তৈয়বউদ্দীন চৌধুরী। সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয় রিপোর্ট উপস্থাপন করেন সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান। আলোচনা করেন সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সাবেক সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাবেক সাধারন সম্পাদক শামীম কবীর, নির্বাহী কমিটির সদস্য প্রণতি মন্ডল, রেহানা বেগম, সরকারি মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহযোগি অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহনেওয়াজ প্রমুখ। সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অভিভাবক মিরাজুল মোমিন ডাম্বেল।