বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তহিদুল-হাবিবুল্লাহ প্যানেলের পরিচিতি সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৪, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনিত মোঃ তহিদুল হক সরকার- আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ নুরুল ইসলাম-১ এর সভাপতিত্বে পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তহিদুল- হাবিবুল্লাহ প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ তহিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক প্রার্থী আবু নঈম মোঃ হাবিবুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখরন সিনিয়র আইনজীবী মোঃ রফিকুল আমিন, সিনিয়র আইনজীবী এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. মোঃ নুরুল ইসলাম-২, এ্যাড. হাসনে ইমাম নয়ন, মোঃ সাইদুর রহমান, মোঃ লিয়াকত আলী, এ্যাড. সিরাজুম মুনিরা, এ্যাড. নাগমা পারভীন জেবা, এ্যাড. তাবিবুন নাহার, ফিরোজ ইব্রাহিম, মোঃ সাইদুল বাশার, লিয়াকত আলী, মোঃ খাদেমুল ইসলাম, বিজয় কান্তি রায় জীবন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড. শৈলেন কান্তি রায়।
পরিচিতি সভায় বক্তারা তহিদুল-হাবিবুল্লাহ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ নুরুল ইসলাম-১ তহিদুল-হাবিবুল্লাহ প্যানেল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনিত মোঃ তহিদুল হক সরকার- আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ তহিদুল হক সরকার, সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক-২, মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রিচার্ড মুর্ম্মু, মোঃ শাহরিয়ার কবীর কিংশুক, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেখা মনি, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন, পাঠাগার সম্পাদক আহাম্মদ মন্ডল, নাজনীন আরা ইয়াসমিন, সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ¡াস, জয়ন্ত কুমার রায় জুয়েল, শাহাজাদ এ কিউ খাঁন ও তসলিমা আকতার তাজ।
উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩১ সনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৫৩৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে কলা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট মোঃ আনোয়ার কামাল আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন শ্রী সুভাষ চন্দ্র রায় ও মোঃ আনারুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা

সিপিবি দিনাজপুরের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে নবাগত শিক্ষা কর্মকর্তার যোগদান

হিলিতে ৯৫০জন ছাত্র-ছাত্রীদের ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

ঘোড়াঘাটে হেরোইন ও  ইয়াবাসহ আটক ২

ঘোড়াঘাটে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

দিনাজপুরে আমরা একাত্তর সংগঠনের মানববন্ধনে বক্তারা জাতিসংঘকে অনতিবিলম্বে ১৯৭১ এ বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃত দিতে হবে

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা