হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দেশীয় ফলের উৎপাদন বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরের হিলিতে ২২টি বিদ্যালয়ের ৯৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।
এসময় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২টি করে কাঠাল ও ১টি করে জাম এবং ১টি করে নিম গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে কিভাবে এসব চারা রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সে সম্পর্কে অবগত করেন কৃষিকর্মকর্তা। এসময় সেখানে উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, ভেটিরিনারী সার্জন ডা. মোনতাসির মামুন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।