নৈতিক শিক্ষা মানেই অসাম্প্রদায়িকভাবে শিক্ষিত হওয়া এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। আর নৈতিক শিক্ষাটি আমরা ধর্মীয় শিক্ষা থেকে গ্রহণ করতে পারি, যা বর্তমান সময়ে বড়ই অভাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের বুনিয়াদি প্রশিক্ষণ এর উদ্বোধন এবং শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী পরিচালক শাহ মো. মশিউর রহমান জানান, দিনাজপুর জেলার ৩৩৪ টি স্কুলের ১ জন করে মোট ৩৩৪ জন শিক্ষককে ৬টি ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হবে। ১ টি ব্যাচে ৩ দিন করে মোট ১৮ দিনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
দিনাজপুরের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক শাহ মো. মশিউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং।