বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বোদা পৌর মেয়র আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের মাঝে এসময় ঈদবস্ত্র ও অর্থ বিতরণ করেন। বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবির আকন্দ,বোদা উপজেলা শিক্ষা অফিসার মো.শাহাজাহান মন্ডল,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্ট এ কে এম সারওয়ার আহমেদী,বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.রবিউল আলম সাবুল,জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজমল আজাদ,ইউনুস আলী . বোদা পাথরাজ কলেজের অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম ও বোদা মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলার তেঁতুলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের ১ শত জন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবির আকন্দ, বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের মেধাবী ১০ জন শিক্ষার্থীকে তার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপবৃত্তি প্রদানের ঘোষনা দেন। উল্লেখ্য জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগীতায় শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় সেবামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।