বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিতব্য ১৮ টি ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ
(বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪) দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চেঙ্গাইক্ষেত্র এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মাণাধীন দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপপরিচালক, স্থানীয় সরকার, সালাহ্উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মোঃ মাসুদুর রহমান,উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ,বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।