ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ আবেদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জেলা জামায়াতে সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ওসমান গনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আইডিইবি জেলা শাখার চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ শাহানুর রশিদ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আইডিইবি জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজিউল ইসলাম, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদসহ আইডিইবি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা, আইডিইবি পরিবার কল্যাণ সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে আইডিইবি জেলা শাখা, আইডিইবি’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত তাজাম্মুল হোসেন, বিভিন্ন সময়ে আইডিইবি’র নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলী যারা বিগত হয়েছেন, দেশ ও ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় এবং যারা আহত ও অঙ্গহানী হয়েছেন তাদের সুস্থ ও সুন্দর জীবন কামনায় এবং দেশ ও জাতির সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বালুবাড়ী শাহী মসজিদের খতিব আলহাজ্ব মোঃ শওকত আলী।