বুধবার , ১ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর এইডস/ এসটিডি প্রোগ্রাম এএসপি মহাখালী, ঢাকা এর বাস্তবায়নে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত সোমবার সকাল ১০টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাঃ শহীদ আব্দুল জব্বার মিলনায়তনের কনফারেন্স রুমে বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, জেলা পর্যায়ে সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিগণ, ধর্মীয় নেতা, স্বাস্থ্যবিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও স্টাফ নার্স বৃন্দদের অংশগ্রহনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে এইডস/এসটিডি প্রোগ্রাম এএসপি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা থেকে আগত প্রধান অতিথি ডেপুটি ম্যানেজার ডাঃ ফাইজা মুকার রানা বক্তব্যে বলেন, ১৯৮৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দিনাজপুর জেলায় মোট ৫৭ জন রোগীর এইচআইভি পজিটিভ রয়েছে। নিজেদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও সচেতনতা বাড়াতে হবে। এইজন্য সামাজিকভাবে সকল সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন রোগীকে কাউন্সিল করে তাকে চিকিৎসা সেবা দিতে হবে যাতে এইচআইভি অন্য কোথাও বিস্তার না করতে পারে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, এইচআইভি মৃত্যুর ঝুঁকি বেশী। আমাদের প্রতিটি পরিবারকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত। ভবিষ্যতে একটি সুস্থ জাতি গড়ে তুলতে আমাদের নিজেদের পরিবারকে সচেতন করতে হবে। তাহলে ২০৪১ সালে সোনার বাংলা রুপান্তরে এবং ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমি যদি ভাল হই আর আমার পরিবার যদি ভাল হয়, সমাজ যদি ভাল হয় এবং আশেপাশে সবাই যদি ভাল হয় আমাদের কাঙ্খিত সোনার বাংলা স্বপ্নে পৌঁছাতে পারব।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ ওয়াহেদুল হক, আরএমও ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জেন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ, জেলা প্রশাসনের এনডিসি মামুন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা ইমাম মোঃ তমিজউদ্দিন আহমেদ, দিনাজপুর ব্রাকের যক্ষা বিষয়ক উপশহর অফিসের ব্যবস্থাপক মোঃ আলাল উদ্দিন, দিনাজপুর সদর হাসপাতালের এইচআইভি কাউন্সিলর মোঃ আরাফাতসহ অন্যরা। বক্তারা বলেন, যারা এইচআইভিতে আক্রান্ত তাদেরকে দূরে ঠেলে দিলে চলবে না সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমকামী, পুরুষ যৌনকর্মী, নারী যৌনকর্মী ও হিজরা যৌনকর্মী তারাও এই সমাজের অংশীদার। এর প্রতিরোধে সামাজিকভাবে ধর্মীয় অনুশাসনের নৈতিকতা জাগ্রত করতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইটি বিশেষজ্ঞ মোঃ আলাল উদ্দিন চৌধুরী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সূর্যমুখীতে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কৃষক

পীরগঞ্জে ২ হাজার ফুট নিষিদ্ধ রিং জাল আটক

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতে ইসলামীর

বাংলাদেশ ছাত্র মৈত্রী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন

চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের  গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি