বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের মায়া কাটিয়ে ৪০ বছর পর মাতৃভূমিতে ফিরলেন নেপালী নাগরিক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৩, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪০ বছর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায়, বিজিবি- বিএসএফ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তাগণের উপস্থিতিতে নিজ মাতৃভূমিতে ফিরে গেলেন বীর বাহাদুর রায়।

দীর্ঘ ৪০ বছর আগে ,ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন নেপালের নাগরিক বীর বাহাদুর রায়, ১০ বছর কাজ করেন বিভিন্ন হোটেল ওরেস্টুরেন্টে, বাকি ৩০ বছর কাজ করে জীবিকা নির্বাহ করেছেন একটি হাসকিং মিল চাতালে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে তিনি নিজ দেশে ন্বজনদের কাছে ফিরে যান ।

জানা যায়, ৪০ বছর পূর্বে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ বীর বাহাদুর রায়। কিছুটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ায় নিজ ঠিকানা ঠিকমত বলতে না পারায় তাকে এতদিন নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তিনি বাংলাদেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে কাজ করেছেন এবং সর্বশেষ বগুড়ার দুপচাঁচিয়ার মাস্টারপাড়ার অলক বসাকের মিল চাতালে দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করছিলেন।

নেপালে দূতাবাস ওই নাগরিকের পরিবারকে চিহ্নিত করলে তার বড় ভাবি তাকে চিনতে পারে, পরিবারের তথ্য মতে তিনি ৪৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যান। অবশেষে আজ তিনি বাড়ি ফিরলেন। এসময় তার ভাতিজা রাজন তাকে রিসিভ করে নিয়ে যায় ।

এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ অমৃত অধিকারী, নেপাল দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ললিতা সিলওয়াল, ২য় সচিব ইয়োজানা বামজান ও সেক্রেটারী অফ এম্বাসেডর রিয়া ছেত্রী সহ বিজিবি-বিএসএফ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানায়, নেপাল এ্যাম্বাসি ও প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি বর্ডারে তার পরিবারের কাছে বীর বাহাদুর রায় কে তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পীরগঞ্জে একুশ ফেব্রুয়ারী উপলক্ষে প্রস্তুতি সভা

উপজেলা পরিষদের ফুলবাগানেই মুগ্ধ সেবাগ্রহীতারা

ঠাকুরগাঁওয়ে স্বামীর টাকা চুরি করে স্ত্রী পলাতক — থানায় অভিযোগ ।

একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না-কথাটির জীবন্ত উদাহারণ-যুবক আফসারুল ইসলাম

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকবে দর্শক

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

চারদিন পর ভবেশের মৃ’ত্যুর ঘটনায় হ’ত্যা মা’মলা দায়ের

পুলহাটে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা