বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বার্ষিক সাধারণ সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) লিঃ এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাসান আলীর সঞ্চালোনায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার হাফিজুর ইসলাম, জেলা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সেক্রেটারী একরাম হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর সেক্রেটারী বিভ’তি ভুষন রায়, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) লিঃ এর চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, দিনাজপুর জেলা কাল্ব এর ব্যবস্থাপক অরুন কুমার ও উপজেলা কাল্ব এর ব্যবস্থাপক বিশ্বনাথ রায়। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে একই মঞ্চে নিয়মিত বীমা, ডিপিএস ও সঞ্চয় প্রদানকারী, নিয়মিত ঋণ পরিশোধকারী ও লোটারীতে বিজয়ী সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।