শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চালের ড্রামে ফেনসিডিল জব্দসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৫, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে চালের ড্রামে অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের একটি দলের সদস্যরা। এসময় ৫২বোতল ফেনসিডিল জব্দসহ মাদককারবারি মজিবর রহমানকে আটক করা হয়।
বুধবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের দিঘলপাড়া এলাকায় ওই মাদক কারবারির বাড়িতে এ অভিযান চালিয়ে ফেনসিডিল জব্দ ও মাদককারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মজিবর রহমান চিরিরবন্দরের পুনট্রি ইউপির দিঘলপাড়া এলাকার মৃত বেলালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত