পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরে আনিছুর রহমান ওরফে রোমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনিছুর পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের খোড়াখাই গ্রামের হাজির উদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, ২০১৩ সালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মাদক বহনকারী ওই গাড়ির চালক ছিল আনিছুর। সর্বশেষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকে সিলেট শহরের বিভিন্ন স্থানে নাম পরিচয় পাল্টে আত্মগোপনে ছিল সে। বুধবার রাত ৯টার দিকে পার্বতীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরৎ চন্দ্র রায় ও কনস্টেবল বাঁধন সাহা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুরের ভবেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।