পঞ্চগড় প্রতিনিধি\ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শাহজাহান। সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং কৃষকদলের চার কারামুক্ত নেতাকে ফুল দিয়ে বরণ করা হয়।