পঞ্চগড় প্রতিনিধি\ শিক্ষার মান উন্নয়নে পঞ্চগড় সদর উপজেলার মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) মো. সাইফুল ইসলাম। জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো. কামরুল হাসান। মতবিনিময় সভায় সদর উপজেলার ২১টি মাদ্রাসার প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।