বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী পালন ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ কম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালনে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বোদা উপজেলা পরিষদ হলরুমে এক পুর্ব প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ,বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিপিএম,পৌর মেয়র আজাহার আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম,বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গারর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায়,সাহেব আলী,আব্দুল মোমিন,আওয়ামী লীগ নেতা মনিরুল কাদের ও প্রভাষক মিজানুর রহমান।