মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের বগুলাখারি থেকে মঙ্গলবার অরুন চন্দ্র নামে ৫০ বছর বয়সী মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টার সময় মাছ ধরার কথা বলে বাড়ী থেকে বের হয় বিরল উপজেলার সেনগ্রামের বসবাসকারী দীনেশ চন্দ্র রায় এর পুত্র অরুন চন্দ্র। সে আর বাড়ীতে ফিরে আসেনি। ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার সময় বগুলাখারি পানিতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। থানার এস.আই স্বপন চন্দ্র ও এস, আই মানিকুল ইসলাম ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানিয়েছে অরুন চন্দ্র নিয়মিত মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করত। এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।