হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগ প্রাপ্ত শিক্ষদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সহসভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ওই সংগঠনের সাধারন সম্পাদক আলী আকবর।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত, মহিলা সদস্যা সাবিনা ইয়াসমিন রিপা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি ও উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ১৩৩ জন নবাগত সহকারি শিক্ষককে বরণ ও ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সম্মাননা প্রদান করা হয়।