কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইন্তেকাল করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান(৭৮) গত বুধবার (৯ অক্টোবর’২৪) রাত ৯টার দিকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবন মুকুন্দপুর গ্রামে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহ———রাজিউন)। মৃত্যুর পূর্বে তিনি চাকুরী জীবনে ময়মনসিংহ ক্যাডেট কলেজের প্রভাষক, রংপুর ক্যাডেট কলেজের প্রভাষক, সৈদয়পুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক, দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক, রংপুর কারমাইকেল সরকারি কলেজের প্রভাষক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, গাজীপুরের ভাওয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ও সর্বশেষ নারায়ণগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, দুইকন্যা, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীদেরকে রেখেযান। তার নামাযের জানাযা শেষে মুকুন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছাঁয়া নেমে আসে।তিনি মুকুন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃজালাল উদ্দীনের বড় ভাইছিলেন।