শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৯, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীকে ধমক দেয়ায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফজলে রাব্বী পঞ্চগড় সদর থানায় গিয়ে এই ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর ম্যাসেঞ্জারে অডিও কল দিয়ে উচ্চস্বরে ধমক দেয়া হয় সমন্বয়ক ফজলে রাব্বীকে। ওই কল রেকর্ডে কিছু অংশ সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে সাবেক ও সাংসদকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায়না। আমার শিক্ষা, আমার রুচি, আমার ব্যাকগ্রাউন্ড এবং পঞ্চগড় নিয়ে কাজের যে অভিজ্ঞতা- সেটা অর্জন করতে তোমার বহু বছর লাগবে। আমি যতটুকু করছি জীবনে সেটুকু অর্জন করতে তোমার বহু বছর লাগবে। তোমরা মনে করো আমি লুকিয়ে আছি? তোমরা কি শুরু করছো?’
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, সরকার পতনের পরও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক এবং আক্রমনাত্মক পোস্ট করে আসছেন। গত ১৩ সেপ্টেম্বর হঠাৎ ম্যাসেঞ্জারে তিনি আমাকে কল করেন। আমি রিসিভ করতেই তিনি যেভাবে কথা বলছিলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি আক্রমনাত্মক ও ধমকের শুরু কথা বলছিলেন। আমাকে দেখে নেয়ার ক্ষমতাও নাকি তার আছে এভাবে আমাকে হুমকি ধামকি দেন। এর আগে সরকার পতনের আগের দিন তিনি রক্ত ¯œানে শুদ্ধ হওয়ার পোস্ট দিয়েছিলেন। তাই আইনী সহায়তার জন্য আমি সাধারণ ডায়েরি করেছি।
পঞ্চগড় সদর থানার ওসি রঞ্জু আহম্মেদ সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম ও রত্নগর্ভা নাজমা রহিমের কবর জিয়ারত প্রধান বিচারপতির

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

‘যদি ফের বৃষ্টির পানি আসে’-রাণীশংকৈলে আলুচাষিদের আশঙ্কা

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে