চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদÐ ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
দন্ডপ্রাপ্ত যুবকরা হলেন-উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর গ্রামের আজগর আলীর ছেলে আলমগীর ইসলাম (২২)।
জানা গেছে, থানা পুলিশের এস আই তসিরউদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এক গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুর বাজার এলাকায় নাসিম আলম নাঈম ও আলমগীর ইসলামকে টাপেন্ডা ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে আটক করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত দুই যুবককে গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।