হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন ও একাউন্টিং বিভাগের আয়োজনে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন শাখা ও বিভাগের পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দিনটি উপলক্ষ্যে একাউন্টিং বিভাগে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর বলেন, সাধারণভাবে দেখতে গেলে একাউন্টিং বিষয়টিকে জনপ্রিয় করার লক্ষে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি উদযাপন করা হয়। তিনি বলেন আমরা সবাই কম বেশি একাউন্টিং এর সাথে জড়িত এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই একাউন্টিং রিলেটেড কিছু গবেষণা থাকেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আশা করি তোমাদের হাত ধরে হাবিপ্রবির একাউন্টিং বিভাগ আরও সমৃদ্ধ হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।